আপনজন ডেস্ক: মুসলমানদের উপাসনালয়কে ‘অবৈধ’ ও ‘স্থল জিহাদের’ অংশ আখ্যা দিয়ে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি মসজিদ ভেঙে ফেলার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ বাড়াচ্ছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো।
মুসলিম বাসিন্দারা দৃঢ়ভাবে ‘অবৈধ’ মসজিদের অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, মসজিদ যে বৈধ তা প্রমাণ করার জন্য তাদের কাছে সমস্ত প্রাসঙ্গিক নথি রয়েছে। প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা রবিবার জেসিবি নিয়ে হাতাই খেড়া এলাকার মসজিদের দিকে মিছিল করে। তিনতলা মসজিদের কিছু অংশ নির্মাণাধীন। বিক্ষোভের পর প্রশাসন নির্মাণকাজ আপাতত বন্ধ করে দেয়।
রবিবার এক হিন্দি নিউজ চ্যানেলের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় এক বিক্ষোভকারী বলেন, প্রশাসন যদি মসজিদের বিরুদ্ধে বুলডোজার না নেয় তবে তারা নিজেরাই ধর্মীয় স্থানটি ভেঙে ফেলবে। হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা ‘জমি জিহাদ মানা হবে না’ বলে স্লোগান দেয়। আমরা যে কোনও মূল্যে মসজিদ ভেঙে ফেলব। সরকার অনুমতি না দিলেও আমরা তা ভেঙে দেব। সরকার যা খুশি করুক। তারা আমাকে কারাগারে পাঠাতে পারে বা ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে, মসজিদের বিরুদ্ধে স্লোগান তুলে বলেন আরেক বিক্ষোভকারী।
আরেক বিক্ষোভকারী দাবি করেছেন যে এটি একটি “স্থল জিহাদ” যা ভোপালের বেশ কয়েকটি অংশে চলছে। তিনতলা মসজিদ নির্মাণ নিয়ে আপত্তি তোলেন তিনি। একদল বিক্ষোভকারী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বুলডোজারে উঠেছিল। অন্যদিকে মুসলিমরা বলছেন, হিন্দু গোষ্ঠীগুলো ইচ্ছাকৃতভাবে সারা দেশের মসজিদগুলোকে টার্গেট করছে। তিনি বলেন, ভারতের সব মসজিদ নিয়েই তাদের সমস্যা আছে। তাজমহল ও লালকেল্লা নিয়ে তাদের সমস্যা আছে। সম্প্রতি সম্ভল মসজিদের প্রসঙ্গ তুলেছেন তারা। তারা মন্দিরের সন্ধানের জন্য সমস্ত মসজিদ খনন করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct