আপনজন ডেস্ক: অক্লান্ত পরিশ্রমের জন্য পরিচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি ও সিগনেচার চপ্পল পরে লন্ডনের হাইড পার্কে জগিং করতে দেখা গেল সোমবার। যদিও শাড়ির উপর ছিল নীল জ্যাকেট। মুখ্যমন্ত্রীর সকালের রুটিনের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা নেটিজেনদের কাছ থেকে তার স্ট্যামিনা এবং শৃঙ্খলার জন্য প্রশংসা পেয়েছে।
একাধিক বৈঠকের জন্য ব্রিটেনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের অন্যতম বিখ্যাত পার্কের মধ্য দিয়ে যাওয়ার সময় তার গতি বজায় রাখার জন্য তার সাথে থাকা লোকদের অনুরোধ করতে শোনা যায়।
বাংলায় একটি পরিচিত দৃশ্য, যেখানে তাকে প্রায়শই রাজনৈতিক সমাবেশ এবং জনসাধারণের ব্যস্ততার সময় দীর্ঘ দূরত্বে হাঁটতে দেখা যায়, বিদেশের মাটিতেও ফিটনেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অপরিবর্তিত বলে মনে হয়।
ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক মজবুত করতে সরকারি সফরে রবিবার লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী।
তিনি এক্স (পূর্বে টুইটার) এ দুই অঞ্চলের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগ প্রতিফলিত করার জন্য গিয়েছেন।
তিনি বলেন, বাংলা ও ব্রিটেনের মধ্যে শত শত বছরের সম্পর্ক রয়েছে, যার শিকড় ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। গতকাল লন্ডনে নামার পর আমরা এমন একটি শহরে পা রাখলাম, যা অনেকটা কলকাতার মতোই বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করে অতীতের ওজন বহন করে।
মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ী নেতা, সম্ভাব্য বিনিয়োগকারী এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সাথে বাংলা ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার জন্য আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য,অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে লন্ডন সফর করলেও মুখ্যমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হল বাংলায় বিনিয়োগ টানা, আন্তর্জাতিক পর্যায়ে পশ্চিমবঙ্গকে তুলে ধরা এবং শিক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা।
লন্ডনে ভারতীয় দূতাবাসে হাইকমিশনের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। আর মঙ্গলবার লন্ডনে হবে বাণিজ্য সম্মেলন। বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল লন্ডনে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো সম্পর্কে অবহিত করবে। তাই মুখ্যমন্ত্রী একপ্রস্থ বৈঠক সেরে নেন তার সঙ্গে যাওয়া উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্পসচিব বন্দনা যাদব, সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct