আপনজন: স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের ভোটে নির্বাচিত হয় গ্রাম পঞ্চায়েতের সংঘ। এই সংঘ আগামী পাঁচ বছর পঞ্চায়েতে যত স্বয়ম্ভর গোষ্ঠী আছে তাঁদের নিয়ন্ত্রণ করবে। এই ভোটে রবিবার তেহট্ট-১ ব্লক অফিসের বাইরে তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকদের বচসা ঘিরে উত্তেজনা ছড়াল। বিশাল পুলিস বাহিনী গিয়ে এই উত্তেজনা প্রশমন করে।
এদিন বেশ কয়েকবার এই দুই পক্ষের উত্তেজনা তৈরি হয়। এমনকি অভিযোগ ভোট কেন্দ্রে দুই পক্ষের মহিলাদের মধ্যে উত্তেজনা ছড়ায় ভোট গ্রহণকে কেন্দ্র করে।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে, এদিন তেহট্ট-১ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে এদিন সংঘ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বেতাই-১ ও ২ এবং পাথরঘাটা-১ গ্রাম পঞ্চায়েতে সংঘের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যান। কানাইনগর ও নাটনা গ্রাম পঞ্চায়েতে ভোট হয়। এরমধ্যে কানাই নগর গ্রাম পঞ্চায়েতে ১২ টি আসনের মধ্যে ছয়টি ও নাটনা গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ৮ টি আসনে ভোট হয়। বাকি আসনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সদস্যারা।
এদিন ভোটের শুরু থেকেই ব্লক অফিসের বাইরে দুই দলের সমর্থকরা ভিড় করেছিল। ভিতরেও ছিল টান টান উত্তেজনা। উত্তেজনা থাকার জন্য ব্লক অফিসে ছিল বিশাল পুলিস বাহিনী। বিকেলে ভোট গণনা শেষে দেখা যায়, কানাইনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ১২ টি আসনের মধ্য তৃণমূল কংগ্রেস সাতটি আসন পেয়ে জয়ী হয়। অন্যদিকে নাটনা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫ টি আসনের মধ্য ১১ টি আসন পেয়ে সিপিএমে বোর্ড দখল করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct