আপনজন ডেস্ক: কলকাতার পার্ক ইন্সটিটিউশন হাইস্কুলে রবিবার মধ্যমগ্রামের ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের ব্যবস্থাপনায় ও শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর আয়োজনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো। এই শিবিরটি মূলত: সংগঠনের গ্রুপ মেডিকেল পলিসি ভরসায় নথিভুক্ত সদস্য ও তাদের পরিবারের জন্য একটি বাৎসরিক সুবিধা।
কলকাতা ও হাওড়া জেলার মোট ৭২ জন সদস্যের লিপিড প্রোফাইল, এলএফটি, পিএফটি, চক্ষু পরীক্ষা, বোন ডেনসিটি, ডায়েট, মেডিসিন, ডেন্টাল, সিবিসি, বিপি সহ বিভিন্ন টেস্ট করানো হয় সুদক্ষ ডক্টর ও টেকনিশিয়ান দ্বারা। সংগঠন এর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সদস্যদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বীমা চালু না হওয়ায় সকলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভরসা পলিসিতে নথিভুক্ত হলে ৮ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা ও ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা জনীত মৃত্যুর কারণে বীমার সুবিধা অনেক কম প্রিমিয়ামে সরকারী বীমা সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্সিউরেন্স কোং এর মাধ্যমে দেওয়া হচ্ছে। আজ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা, রাজ্য সম্পাদক, রাজ্য সহ সভাপতি ও রাজ্য কমিটির অনেক সদস্য সদস্যা, জেলা কনভেনার ও জেলা নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct