আপনজন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মিশর সফরে গেছেন। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি মিশরের রাজধানী কায়রো সফর শুরু করেন। গাজা ইস্যুতে যখন মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তখন কায়রো সফর করলেন আমিরাতি নেতা। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। আমিরাত সংবাদ সংস্থা ডব্লিউএএম অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের নেতা আজ (শনিবার) মিশরে ভ্রাতৃত্বপূর্ণ সফরে কায়রো পৌঁছেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলকে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি স্বাগত জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদের সফরসঙ্গী হিসেবে ছিলেন- প্রেসিডেন্টে বিশেষ আদালতের উপ-প্রধান শেখ হামদান বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন, সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আলী বিন হাম্মাদ আল শামসি।
শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী সুলতান বিন আহমেদ আল জাবের, প্রেসিডেন্টের কৌশলগত বিষয়ক কার্যালয়ের প্রধান এবং আবুধাবি নির্বাহী কার্যালয়ের চেয়ারম্যান আহমেদ মুবারক আল মাজরুই, নির্বাহী বিষয়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান খালদুন খলিফা আল মুবারক এবং মিশরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মরিয়ম আল কাবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct