আপনজন ডেস্ক: লন্ডনের হিথরো বিমানবন্দরে আগুন লাগার ঘটনার কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের দিন পরিবর্তিত হয়। তাই তিনি কলকাতা থেকে লন্ডন যাত্রা শুরু করেন শনিবার। শনিবার রাত আটটার বিমানে তিনি প্রথমে দুবাই বিমানবন্দরের উদ্দেশ্যে পাড়ি দেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিমানের মধ্যে সহযাত্রীদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে ব্যস্ত ছিলেন। কয়েকজন ভারতীয় সহযাত্রীর সঙ্গে আলাপ হওয়ায় তারা মুখ্যমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ হয়ে পড়েন। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে দুবাই বিমানবন্দরে তারা হিন্দি গান গেয়ে শোনান বাংলার মুখ্যমন্ত্রীকে।
সেখান থেকে রবিবার ভোরে লন্ডনের হিথরো বিমান বন্দরে পাড়ি দেন বিশ্বের বৃহত্তম বিমানে চড়ে। বিমানটি ভারতীয় সময় দুপুর বারোটা নাগাদ আর স্থানীয় সময় সকাল সাড়ে ছটা নাগাদ। লন্ডনে তখন শীতের আমেজ। তাপমাত্রা নেমে প্রায় আট ডিগ্রিতে পৌঁছেছে। সাদা শাড়ির উপর গায়ে জ্যাকেট চাপিয়ে মুখ্যমন্ত্রী হিথরো বিমানবন্দরে অবতরণ করেন। সেসময় লন্ডনের আকাশ ছিল মেঘলা। ছিটেফোঁটা বৃষ্টি ও কনকনে ঠান্ডা বাতাসের মাঝে মুখ্যমন্ত্রী ছিলেন স্বাভাবিক মেজাজে। বিমানবন্দর থেকে তিনি সোজা গিয়ে ওঠেন লন্ডনের তাজ সেন্ট জেমস কোর্ট হোটেলে। জানা গেছে, লন্ডনে মুখ্যমন্ত্রীর পছন্দের হোটেল এটি। এই হোটেলের কাছেই রয়েছে হাইড পার্ক। আর ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে ইংল্যান্ডের রানির বাসভবন বাকিংহাম প্যালেসও। সোমবার লন্ডনে ভারতীয় দূতাবাসে হাইকমিশনের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। আর মঙ্গলবার লন্ডনে হবে বাণিজ্য সম্মেলন। বাণিজ্য সম্মেলনের পর রাজ্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল লন্ডনে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো সম্পর্কে অবহিত করবে। তাই মুখ্যমন্ত্রী একপ্রস্থ বৈঠক সেরে নেন তার সঙ্গে যাওয়া উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্পসচিব বন্দনা যাদব, সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে প্রমুখ। মুখ্যমন্ত্রীর সফরে এবার সঙ্গী হয়েছেন বেশ কয়েকজন শিল্পপতি। তারা হলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার প্রমুখ। এছাড়া, গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলনের পরদিন শিল্প নিয়ে তার প্রশাসনিক বৈঠক। এরপর ২৭শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে ‘সামাজিক উন্নয়ন- মহিলা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। ২৮ মার্চ তার কলকাতার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেওয়ার কথা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct