আপনজন ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে হিন্দুদের মধ্যে ঐক্যের ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ‘সনাতনি’ সংহতি সমাবেশে হাঁটেন তিনি। সেখানে তিনি বলেন, বিজেপির ঝুলিতে যদি ৫ শতাংশ বেশি হিন্দু ভোট আসে, তাহলে আমরা আগামী বিধানসভা নির্বাচনে জিতব। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর এই মিছিল হয়। শুভেন্দু দু’দিন আগে তমলুকে অনুরূপ একটি সমাবেশ করেছিলেন। শুভেন্দু বলেন, এই ধরনের সভা সমস্ত হিন্দুদের ঐক্যের প্রতীক এবং পরবর্তী নির্বাচনে তৃণমূল সরকারের পতনের ইঙ্গিত। শুভেন্দু বলেন, তিনি বলেন, আমার ধর্মকে বাঁচাতে আমি শহীদ হতে প্রস্তুত। তিনি বলেন, হিন্দুদের উপর অত্যাচারের প্রতি মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে রাখলে তার দল ধুলোয় মিশে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct