আপনজন: আবাস যোজনার তালিকায় নাম তুলে দেওয়ার আশ্বাস দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।
ভগবানগোলা-২ ব্লকের যদুপুর এলাকায় আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান গোলাম মুর্তজার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শেখ জানান, দেড় বছর আগে ২০ হাজার টাকা দেওয়ার পরও তিনি বাড়ি পাননি। আরেক বাসিন্দা আসমা বিবির অভিযোগ, টাকা না দেওয়ায় তিনি সুবিধা পাননি। যদিও মুর্তজা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি রাজনৈতিক চক্রান্ত, প্রশাসন তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে।” কংগ্রেস নেতা মহম্মদ শাহাবুদ্দিন দাবি করেন, “রাজনৈতিক ভাবে কেউ অভিযোগ করছেন না, সাধারণ মানুষই অভিযোগ তুলছেন তার বিরুদ্ধে। এতে কোন রাজনৈতিক গন্ধ নেই।” ব্লক তৃণমূল সভাপতি আব্দুর রউফ অবশ্য মুর্তজার পাশে দাঁড়িয়ে একে ভিত্তিহীন প্রচার বলছেন। প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি, নিয়ম মেনেই তালিকা তৈরি হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct