আপনজন: শনিবার সমাস্থা কেন্দ্রীয় সুন্নি স্টুডেন্ট ফেডারেশন (এসকেএসএসএফ) এর নয়া ইউনিটের সূচনা হল আলিয়া বিশ্ববিদ্যালয়ে। এই সংগঠনের ক্যাম্পাস উইংয়ের জাতীয় পর্যায়ে ওয়াইড আউট রিচ কর্মসূচি প্রোগ্রামের মাধ্যমে উদ্বোধন হল এদিন। এদিন জাতীয় স্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিটির ওয়ার্কিং সেক্রেটারি মনসুর হুধাভি, ন্যাশনাল ক্যাম্পাস উইংয়ের ওয়ার্কিং কনভেনর আব্দুর রহমান, আউট রিচ প্রোগ্রামের কনভেনর সালমান ও পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুদ্দাসসির মণ্ডল সহ আরো অনেকেই। ইফতারের প্রাক্কালে আলিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের এসকেএসএসএফ নতুন কমিটির পদাধিকারী নির্বাচন করা হয়। এদিন সভাপতি হিসাবে নির্বাচিত হন আরিজুল মন্ডল, সাধারণ সম্পাদক আবুবক্কর মৃধা , সহ সভাপতি সামিম গাজী, সহ সম্পাদক সোহাইল ইসলাম, কার্যকারী সম্পাদক মোহাম্মদ আসিফ ইকবাল মন্ডল ,কোষাধ্যক্ষ রাজিবুল সহ সদস্য হিসাবে উপস্থিত ছিলেন আবু বকর , শোয়ায়েব আব্দুল মোমেন সহ আরো অনেকই। সমাস্থা কেন্দ্রীয় সুন্নি স্টুডেন্ট ফেডারেশন দীর্ঘ কয়েক বছর ধরে কেরালার গণ্ডি ছাড়িয়ে পশ্চিমবঙ্গে সক্রিয়ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য কাজ করে চলছে।
চলতি মাসে পার্কসার্কস এলাকায় তিলজলা রোডের সন্নিকটে আবেদিনী অর্কিডে রাজ্যের অফিস এর উদ্বোধন হয়েছে। এই অফিসের মধ্যে দিয়ে সারা রাজ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান রাজ্যের সাধারণ সম্পাদক মুদ্দাসির মণ্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct