আরও একটা আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
স্কোয়াড: ২২ জন
ভারতীয়: ১৪ জন
বিদেশি: ৮ জন
অধিনায়ক: রজত পতিদার
কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার
শিরোপা: নেই
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): বিরাট কোহলি, রজত পতিদার, যশ দয়াল
নিলামে কেনা: জশ হ্যাজলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ সালাম, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, সুয়শ শর্মা, জ্যাকব বেথেল, দেবদূত পাড়িক্কাল, নুয়ান তুষারা, রোমারিও শেফার্ড, স্বপ্নীল সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্দগে, অভিনন্দন সিং, লুঙ্গি এনগিডি, মোহিত রাঠি।
শক্তি
- মৌসুম আসে মৌসুম যায়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অবস্থা একই থেকে যায়। অতীতের মতো এবারও আরসিবির ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। গত মৌসুমে কলকাতার হয়ে ৪৩৫ রান করা ফিল সল্ট থাকবেন ওপেনিংয়ে, সঙ্গী আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি।
- টপ অর্ডারে খেলতে পারেন অধিনায়ক রজত পতিদার ও দেবদূত পাড়িক্কাল। মিডল অর্ডারেও হার্ড হিটারের আধিক্য। এই যেমন লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়ারা নিজেদের দিনে খেলা পরিবর্তন করে দিতে পারেন। ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলও আছেন বেঙ্গালুরুতে।
- কোহলির দল এবার তুলনামূলক ভালো পেস আক্রমণ নিয়ে খেলবে। আইপিএল কিংবদন্তি ভুবনেশ্বর কুমারকে এবার দিলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। পেস বিভাগে আরও আছেন হ্যাজলউড, লুঙ্গি এনগিডি ও জশ দেয়াল। তবে চমকে দিতে পারেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার নুয়ান তুষারাও।
- ২০২২ আসর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসি। এবার বেঙ্গালুরু ডু প্লেসিকে ধরে না রেখে অধিনায়ক করেছে রজত পতিদারকে। অপেক্ষাকৃত নতুন মুখের কাঁধে অধিনায়কত্ব দিয়ে এবার অনেকটাই নতুন করে শুরু করতে চায় বেঙ্গালুরু। এই নতুন শুরু বেঙ্গালুরুর জন্য অনুপ্রেরণাও হতে পারে
দুর্বলতা
- বেঙ্গালুরুতে বিশ্বমানের স্পিনার নেই। ঘরের মাঠ চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক উইকেটে সুয়শ শর্মা, স্বপ্নিল সিং, ক্রুনাল পান্ডিয়ারা কতটা রাজত্ব করতে পারবেন সেটি নিয়ে প্রশ্ন আছে।
- ইতিহাস বেঙ্গালুরুর বিপক্ষে। কোনো আসরে চ্যাম্পিয়ন হতে না পারা দলটির প্রতি সমর্থকদের প্রত্যাশা অনেক। ১৭ আসর ধরে সেটি তারা পূরণ করতে পারছে না। এবারের চাপটা তাই দেড় যুগের।
প্রত্যাশা ও বাস্তবতা
বেঙ্গালুরুর কাছে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। বিরাট কোহলির হাতে ট্রফি দেখতে চান তারা। তবে সেই অর্থে ভারসাম্যপূর্ণ দল গড়তে পারেননি তারা।
আরও পড়ুন: