আপনজন ডেস্ক: রমজানে মুসলিমদের ইফতার পরিবেশনের জন্য চেন্নাইয়ের সুফিদার মন্দির আন্তঃধর্মীয় সম্প্রীতির নিদর্শন হয়ে উঠেছে। চেন্নাইয়ের প্রাণকেন্দ্রে মাইলাপুরে অবস্থিত এই মন্দিরটি গত ৪০ বছর ধরে রোজাদার মুসলিমদের ইফতার পরিবেশন করে হিন্দু ও মুসলমানদের একত্রিত করে আসছে। দেশভাগের সময় চেন্নাইয়ে আশ্রয় নেওয়া সিন্ধু থেকে আসা হিন্দু শরণার্থী দাদা রতনচাঁদ মন্দিরটি প্রতিষ্ঠা করেন ও ইফতারের ব্যবস্থা করেন। রমজান মাসে প্রতিদিন ১২০০ মানুষের জন্য ইফতারি তৈরি করেন স্বেচ্ছাসেবকরা। মেনুতে থাকে বিরিয়ানি, ফ্রায়েড রাইস, সবজির আচার, জাফরান দুধ ও ফলের মতো নানা ধরনের খাবার। এরপর এই খাবারগুলো বিকালে ঐতিহাসিক ওয়ালাজাহ মসজিদে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় স্বেচ্ছাসেবকরা ইফতার করান রোজাদারদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct