নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: শুক্রবার এক মামলার অভিনব রায় দিল হাওড়া আদালত।হাওড়া আদালতের ইতিহাসে এই রায় প্রথম বলে অভিমত ওয়াকিবহাল মহলের। নিয়ম করে পথের কুকুরকে খাবার দিতেন। ফলে বাড়ির সামনে সামান্য ক্যাচার ম্যাচার করত অবলা জীবগুলো। আর পথের সারমেয়কে এইভাবে খাওয়ার দেওয়াই ছিল অপরাধ। তার জেরে পশুপ্রেমিকে পিটিয়ে খুন করার দায়ে দশ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। এই রায়ের ফলে পশুপ্রেমী সংগঠনগুলি রীতিমতো খুশি।সরকারি আইনজীবী ব্রজেন্দ্র নাথ শাসমল জানান,” ২০১৪ সালের ২৫ জুন বাড়ির পাশের রাস্তায় রোজকার মতো পথের কুকুরকে খাবার দিয়েছিলেন হাওড়ার বি গার্ডেন থানা এলাকার দক্ষিণ বাকসাড়ার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা বানেশ্বর সাউ(৫৪)।সেই সময়ে প্রতিবেশী শম্ভু বাগ বানেশ্বর বাবুকে গালিগালাজ করে।প্রতিবাদ করলে তাকে পিছন থেকে কাঠের বাটাম জাতীয় কিছু দিয়ে মাথায় মারে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন বানেশ্বরবাবু।এরপর তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।এই মামলায় মোট ১৫ জন সাক্ষ্য দেন।হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ সোমেশ প্রসাদ সিনহা অভিযুক্ত শম্ভু বাগকে ৩০৪/১ ধারায় অভিযুক্ত করে দশ বছরের জেল,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস জেলের আদেশ দেন।এদিকে এই রায়ের পর উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। পশুপ্রেমী চিত্রক প্রামানিক জানিয়েছেন,”এই রায়ের ফলে অবলা জীবের উপর নির্যাতন কমবে বলে আশা করি। প্রসঙ্গত , উল্লেখ করা যেতে পারে ওই খুনের ঘটনার পর নিহতের বাড়িতে গিয়েছিলেন তৎকালীন তৃণমূলের বিধায়ক এবং পশুপ্রেমী দেবশ্রী রায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct