সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: আইপিএল উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। অথচ পরিযায়ী শ্রমিকদের ভিড় সামাল দিতে ঈদের আগে স্পেশাল ট্রেন চালানোর কোন ঘোষণা শুক্রবার রাত পর্যন্ত করা হয়নি রেলের তরফ থেকে। এই নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার আবারও রেল দপ্তরকে চিঠি দিয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রির সংখ্যা বেশি হলে বাড়তি ট্রেন দেওয়া হয়।
এ বিষয়ে পরিচয় শ্রমিক ঐক্য মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, “দূরদূরান্ত থেকে কলকাতায় এসে হাজির হয়ে সেখান থেকে মুর্শিদাবাদ, মালদা বা নদীয়ার পরিযায়ী শ্রমিকরা লোকাল অথবা প্যাসেঞ্জার ট্রেন ধরে বাড়ি ফেরেন। সেখানে আগাম টিকিট কাটার ব্যবস্থা থাকে না, অসংরক্ষিত আসনে যাত্রা করতে হয়। আইপিএল উপলক্ষে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, যেখানে খেলা দেখতে পুঁজিপতি শ্রেণীর মানুষজন উপস্থিত হয়। কিন্তু খেটে খাওয়া শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালানোর কোন ঘোষণা করা হয়নি। এই সুযোগে কিছু অসাধু বাস চালক বাড়তি ভাড়া নিয়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয়। তবে কি রেল দপ্তর শুধুমাত্র পুঁজিপতি শ্রেণীর জন্যই?”
প্রসঙ্গত, প্রতিবছরের তুলনায় এ বছর হোলি উপলক্ষে রেল দেড়গুণ বেশি স্পেশাল ট্রেন চালিয়েছে। কিন্তু ঈদ উপলক্ষে শুক্রবার রাত পর্যন্ত কোন স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়নি।
অন্যদিকে এদিনই ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন চালানোর দাবি জানিয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএমকে চিঠি দেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনি বলেন, “ঈদে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবেন তা নয়, যারা নিত্যযাত্রী তাদেরও অসুবিধা হবে। মাত্রাতিরিক্ত ভিড়ে সবার যাত্রা যাতে ঝুঁকিহীনভাবে হয় তার জন্য রেলের কাছে স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়েছি।”
যদিও এই নিয়ে মুর্শিদাবাদ জেলার দুই বিজেপি বিধায়কের কোন সদূত্তর মেলেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct