চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধানের তৎপরতায় লোকাল ট্রেনের এক টিকিট পরীক্ষকের দূর্নীতি ফাঁস।জানা যায়,বুধবার সকালে বালিগঞ্জ থেকে বজবজ ট্রেনে ওঠেন বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর। নুঙ্গি স্টেশন থেকে বজবজ স্টেশনে ঢোকার মুখে ট্রেনের কামরায় টিকিট পরীক্ষার কাজ করছিল বেশ কয়েকজন টিকিট পরীক্ষক। তাদের মধ্যে কমলেশ গায়েন নামে এক টিকিট পরীক্ষক টিকিট বিহীন এক যাত্রীর কাছ থেকে ফাইন বাবদ ৫২০ টাকা নিলেও রশিদে তাকে কার্বনের ওপর ৫২০ টাকা লেখেন কিন্তু নিজের কাউন্টার কপিতে ৫২০ না লিখে ১০০ টাকা লেখেন। আর সরকারি টাকা এভাবে আত্মসাৎ করার এই অপকর্ম ধরে ফেলেন ঐ কামরায় থাকা যাত্রী বহড়ুর পঞ্চায়েত প্রধান। এরপরে সে ও অন্যান্য যাত্রীরা এক হয়ে ঐ টিকিট পরীক্ষককে ধরে ফেলেন।তাঁর সঙ্গে দীর্ঘ সময় তর্কাতর্কি হলে ও তিনি নিজের দোষ স্বীকার করেন না। অবশেষে তাঁরা ঐ টিকিট পরীক্ষকের নামে বজবজ স্টেশনের আর পি এফের অফিসে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শুক্রবার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর বলেন,গরীব মানুষদের বিনা টিকিটে চেকিং করে সরকার নিধারিত ফাইন নিলেও সরকারি কোষাগারে তা জমা করছে কম টাকা দেখিয়ে।এইভাবে সরকারের সাথে জনগনের সাথে বেইমানি করছে ঐ টিকিট পরীক্ষক। তাই তাঁর নামে অভিযোগ দায়ের করেছি। আমি চাইবো রেল দফতর উপযুক্ত ব্যবস্থা নিক এই ঘটনার। আর এই সব টিকিট পরীক্ষক থেকে সচেতন হোক সাধারণ মানুষ এটাই চাইব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct