আপনজন ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চীনের সঙ্গে যেকোনা গোপন যুদ্ধের পরিকল্পনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী বিলিয়নিয়ার ইলন মাস্ককে অবহিত করবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই পরিকল্পনা মাস্কের কাছে তুলে ধরা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদন অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
পেন্টাগনের বৈঠক সম্পর্কে গতকাল বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প বলেছেন, ‘চীনের কথা উল্লেখ বা আলোচনাও করা হবে না।’
পেন্টাগনের প্রধান পিট হেগসেথও প্রতিবেদনটি অস্বীকার করে এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘এই বৈঠকটি উদ্ভাবন, দক্ষতা এবং স্মার্ট উৎপাদন সম্পর্কে হবে।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘মাস্ককে বিষয়টি অবহিত করতে পেন্টাগনের ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং চীনসহ বিভিন্ন বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হবে।’ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ব্রিফিংয়ে ২০ থেকে ৩০টি স্লাইড থাকবে।
যেখানে চীনের সঙ্গে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে লড়াই করবে তার বর্ণনা করা হবে। সংবাদপত্রটি দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct