রহমতুল্লাহ, রঘুনাথগঞ্জ, আপনজন: ধসে পড়ল ভাগীরথী নদী পাড়ের ঢালাই রাস্তা। ফলে বিপাকে পড়েছে রঘুনাথগঞ্জের নতুনগঞ্জ-বৈকন্ঠ পুরের বাসিন্দারা। গ্রামের পাশ দিয়ে গিয়ে রঘুনাথগঞ্জ ও অন্যদিকে বালিয়ায় উঠেছে রাস্তাটি। এই রাস্তা দিয়ে কম দূরত্ব পেরিয়ে রঘুনাথগঞ্জ যাওয়া যায়। এই রাস্তায় বাইক, ছোট গাড়ি, টোটো, অটো যাতায়াত করে, যাত্রী নিয়ে বালিয়া, গাদি, বৈকন্ঠপুর হয়ে জঙ্গিপুর যায় মানুষ। গ্রামবাসীরা জানান ১০০ মিটার রাস্তাটি প্রায়ই ধস নামতো। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এই রাস্তাটি মেরামত করা হয় ঢালাই রাস্তার মধ্য দিয়ে। ইদানিং দিন কয়েক আগে থেকেই ঢালাই রাস্তার মধ্যে আবার ফাটল দেখা যায়।
তার মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন বৃষ্টি হওয়ায়। হঠাতই রাস্তার ১০০ মিটার জুড়ে ধস নামে। প্রায় ৩ ফুট মতো বসে যায় ঢালাই রাস্তা। এর ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে বৈকন্ঠপুর ভাগীরথী তীরবর্তী এলাকায়। রাস্তার পাশেই রয়েছে শতাধিক ঘরবাড়ি। রাস্তাটিতে যদি আরও ধস নামে তবে নদীর ভাঙনের কবলে পড়বে তারা। আপাতত সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যানবাহনও যাতায়াত করতে পারছে না। রোজার মাস চলছে এখন। রাস্তার পাশেই রয়েছে একটি স্কুল। রাস্তার বেহাল অবস্থা হওয়ায় স্কুল পড়ুয়ারা স্কুলে যেতে গিয়ে সমস্যায় পড়ছে। তবে এই রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct