আপনজন ডেস্ক: একটি সংসদীয় প্যানেল হাইলাইট করেছে যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রকৃত ব্যয় আগের বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কারণ বিনামূল্যে কোচিং এবং সহযোগী প্রকল্প, ‘নই উড়ান’, মাদ্রাসা ও সংখ্যালঘুদের শিক্ষা প্রদানের প্রকল্প (এসপিইএমএম) এর মতো বেশ কয়েকটি প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং ২০২৩-২৪ সালে চালু হওয়া পিএম-বিকাশ কার্যকর করা যায়নি। এছাড়াও, মন্ত্রকের বিভিন্ন স্কলারশিপ স্কিমের অধীনে ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হয়নি বলে উল্লেখ হয়েছে ২০২৫-২৬ সালের অনুদানের চাহিদা সম্পর্কিত প্রতিবেদনে। বিজেপি লোকসভা সদস্য পি সি মোহনের নেতৃত্বাধীন কমিটির পর্যবেক্ষণ, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে মন্ত্রক ২,৬১২ কোটি এবং ২,৬০৮ কোটি টাকার মধ্যে মাত্র ৮৩৭ কোটি টাকা এবং ১,০৩২ কোটি টাকা ব্যয় করতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct