আপনজন ডেস্ক: শুক্রবার কলকাতা থেকে লন্ডনের হিথ্রোগামী বেশ কয়েকজন যাত্রী মাঝপথে বা শহরের মধ্যে আটকে পড়েন। হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী হেইসের নিকটবর্তী একটি সাবস্টেশনে আগুন ছড়িয়ে পড়ার পর বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথরোতে কার্যক্রম স্থগিত থাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, রাজ্য সরকার সূত্রের খবর, শনিবার কলকাতা বিমানবন্দর থেকে ইমিরেটস ফ্লাইট AK 573-এ থেকে দুবাই রওনা দেওয়ার কথা ছিল রাত ৮.২০ মিনিটের ফ্লাইটে, যা দুবাই পৌঁছত রাত ১২.১৫ মিনিটে। সেখান থেকে রাত ২.৫০ মিনিটের বিমানে করে স্থানীয় সময় সকাল ৬.৪০টা মিনিট নাগাদ গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছে তারপর সেখান থেকে গাড়িতে গন্তব্য লন্ডনের তাজ জেমস কোর্ট হোটেলে পৌঁছোনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই যাত্রাসূচি পরিবর্তন করা হযেছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গেছে, সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে রওনা দেবেন। দুবাই হয়ে পৌঁছবেন লন্ডন। ২৫, ২৬ এবং ২৭ মার্চ পরপর তিনদিন লন্ডনে নানা অনুষ্ঠান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, অক্সফোর্ডের কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। পূর্বসূচি অনুযায়ী, কর্মসূচি শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এদিকে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, হিথরোগামী উপসাগরীয় ক্যারিয়ারের দু’টি বিমানের ২৫ জনেরও বেশি যাত্রী বিমানে উঠতে পারেননি। এই যাত্রীদের প্রথমে উপসাগরের একটি কেন্দ্রে পৌঁছানোর কথা ছিল এবং তারপরে হিথরোগামী সংযোগকারী ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু হিথরো বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের অনেকেই কলকাতা থেকে বিমানে উঠতে পারেননি। বাকিদের গ্যাটউইক ও বার্মিংহামের মতো বিমানবন্দরে রিবুক করা হয়েছে। যারা এখন কলকাতায় আটকে রয়েছেন, তাদের পরবর্তী সময়ে রিবুক করা হয়েছে।
কলকাতা থেকে দোহা হয়ে তাড়াতাড়ি উড়ান ধরার বেশ কয়েকজন যাত্রী সেখানে আটকে পড়েন। বিকেলে দোহা বিমানবন্দরে তাদেরই একজন বলেন, ‘আমি আটকে আছি এবং জানি না কখন লন্ডনগামী ফ্লাইট ধরতে পারব।
কাতার এয়ারওয়েজ এলএইচআর বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এতে যেসব যাত্রীরা ক্ষতিগ্রস্ত আমাদের কাস্টমার কেয়ার এবং এয়ারপোর্ট টিম তাদের দেখভাল করবে।
কাতার এয়ারওয়েজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দোহা থেকে হিথরোগামী পাঁচটি ফ্লাইট বাতিল করেছে।
দুবাই থেকে লন্ডনগামী যাত্রীদের বহনকারী এমিরেটসও একটি সতর্কতা জারি করেছে। এমিরেটস যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা পরীক্ষা করতে এবং ব্রিটেনের অন্যান্য বিমানবন্দরে পুনরায় বুকিং বা পুনঃনির্ধারণে সহায়তার জন্য সরাসরি তাদের ট্র্যাভেল এজেন্ট বা এমিরেটসের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে। লন্ডন হিথ্রোগামী ফ্লাইটের যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণের জন্য গ্রহণ করা হবে না।
দুবাই থেকে হিথরোগামী ছয়টি ফ্লাইট বাতিল করেছে এমিরেটস।
ট্যুর অপারেটররা জানিয়েছেন, কলকাতা থেকে লন্ডনগামী বেশিরভাগ যাত্রী দুবাই, দোহা এবং আবুধাবিতে যাত্রাবিরতি সহ এমিরেটস, কাতার এবং ইতিহাদ ফ্লাইটে যাত্রাবিরতি করেন। কেউ কেউ দিল্লি হয়ে যাতায়াত করেন।
তিনি বলেন, কলকাতা থেকে প্রতিদিন গড়ে ১০০ জন যাত্রী লন্ডনে যাতায়াত করেন। পূর্বাঞ্চলের প্রতিনিধিত্বকারী ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় কমিটির সদস্য অনিল পাঞ্জাবি বলেছেন, আমরা হিথরোর পরিস্থিতি সম্পর্কে আমাদের ক্লায়েন্টদের আপডেট করছি। আজ শনিবার থেকে আবার বিমান চলাচল স্বাভাবিক হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct