অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সীমান্ত এলাকায় কুলের গাছ কেটে দেয়ার অভিযোগ। অভিযোগের তীর বিএসএফ-এর দিকে।
বিষয়টি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন স্থানীয় কৃষকরা। পুরো বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে লিখিতভাবে জানান তারা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চকগোপাল ও গোসাইপুর এলাকার বাসিন্দারা এদিন জেলা শাসকের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে তারা কুল চাষ করেই জীবন যাপন করে আসছেন। অথচ বর্তমানে সীমান্ত লাগোয়া কুলের গাছ কেটে দেয়া হচ্ছে বিএসএফের তরফে।
পাশাপাশি লাগাতে দেয়া হচ্ছে না নতুন করে কোন কুলের গাছ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার কৃষকেরা।
এদিন তারা এবিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছেন। অন্যদিকে, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
এ বিষয়ে আকবর মন্ডল নামে এক কুল চাষী জানান, ‘ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চকগোপাল ও গোসাইপুর এলাকার বাসিন্দা আমরা। বিগত প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে আমরা কুল চাষ করে জীবন নির্বাহ করে আসছি। কিন্তু বিএসএফের তরফে বর্তমানে আমাদের কুল চাষে বাধা দেওয়া হচ্ছে। আমরা যে সমস্ত কুলের চারা জমিতে রোপন করছি, সেগুলো তারা তুলে ফেলে দিচ্ছেন। পাশাপাশি যে সমস্ত পুরাতন গাছ রয়েছে সেগুলো কেউ কাটতে বাধ্য করা হচ্ছে। এই ফসলের সাথে আমাদের রুজি-রোজগার জড়িয়ে রয়েছে। আমরা যতে চাষবাস ভালো করতে পারি, সেজন্য আজ জেলাশাসকের কাছে লিখিতভাবে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct