নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: বৃহস্পতিবার ভোরে বাউড়িয়া জুটমিলের আধুনিক তাঁত S4 ডিপার্টমেন্ট আগুন লাগে , আগুন সর্টসার্কিট থেকে লেগেছে বলে মনে করা হচ্ছে। 70 থেকে 80 টা আধুনিক মেশিন পুড়ে গেছে সঙ্গে তৈরি জুট কাপড়ের রোল প্রচুর পুড়ে নষ্ট হয়েছে ।
আগুন লাগার পর মিলের শ্রমিকরাই আগুন নেভানোর কাজে হাত লাগায় , শ্রমিকেরাই জল দিয়ে আগুন অনেক টাই নিয়ন্ত্রণে আনে, শেষে উলুবেড়িয়া থেকে দমকলের দুটি গাড়ি আসে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আনে । না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো ।
আরও জানা যায় ঐ একই স্হানে দুই বছর আগে বড় ধরনের আগুন লেগেছিল ।
ঐ মিলের শ্রমিক নেতা রাজীব আলী লস্কর- ন্যাশনাল ইউনিয়ন অফ জুট টেক্সটাইল ওয়াকস্ এর সাধারণ সম্পাদক বলেন সারা বছর জুটমিল গুলিতে ছোট খাটো আগুন লাগে তবে এবারের আগুন টায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে , কোন শ্রমিক আহত হয়নি । ধন্যবাদ মিলের শ্রমিক ভাইদের যারা অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনে, বড় ক্ষতি থেকে রক্ষা পায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct