নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: রাজ্যে ভুয়ো ভোটার কার্ড নিয়ে বিতর্কের মাঝেই নদীয়ায় উদ্ধার হল শতাধিক ভোটার পরিচয়পত্র। বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কালীতলা পাড়া এলাকায় একটি বস্তার ভিতর থেকে এই কার্ডগুলি পাওয়া গিয়েছে। বস্তাটি পরিত্যক্ত হিসেবে ময়লার স্তুপে পড়ে ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,
যে ভোটার কার্ডগুলি পাওয়া গিয়েছে তার অধিকাংশের ঠিকানা রয়েছে উত্তর ২৪ পরগণা, হুগলি ও অন্যান্য জেলার।এর পাশাপাশি ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদল দাবি করেছে, কার্ডগুলি বাংলাদেশি নাগরিকদের। অন্যদল দাবি করেছে এই কার্ড এর আগের ভোটে ব্যবহার করা হয়েছিল। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দাবি করেন,দলনেত্রী নির্দেশে বিভিন্ন ওয়ার্ডে ভুয়ো ভোটার ধরার জন্য ভোটার তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা। বিজেপি চক্রান্ত করে এইসব কাজগুলি করছে তারা।ঘটনাপুলিশ তদন্ত করছে।প্রসঙ্গত, ইতিমধ্যেই ভুয়ো ভোটার কার্ড ইস্যু নিয়ে তৃণমূল-সহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct