নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ক্যারিরোড থেকে গড়ফা খেজুরতলা পর্যন্ত নতুন ব্রিজ নির্মাণের ফলে রাস্তা সম্প্রসারণের জন্য হাওড়া পুরসভার দক্ষিণ হাওড়া ও শিবপুর বিধানসভা অঞ্চলের বিভিন্ন জায়গায় পয়ঃপ্রণালী ও নিকাশি নালার বেশ কিছু সমস্যা নিয়ে বুধবার পুরসভার মুখ্য প্রশাসক সরেজমিনে হাওড়া জেলা প্রশাসনের সকলকে নিয়ে এক বিশেষ পরিদর্শন করেন। বর্ষায় জল জমার যন্ত্রণা-দূর্ভোগ থেকে মানুষকে রেহাই দিতেই এদিনের ওই পরিদর্শন বলে জানা গেছে। হাওড়া জেলা প্রশাসন, পুলিশ, পুরসভা, জাতীয় সড়ক, সিইএসসি সহ অন্যান্যরা মিলে এদিনের এই যৌথ সম্মিলিত পরিদর্শন হয়। এই বিষয়ে হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, এদিন হাওড়া পুরসভা, জেলাশাসক, হাওড়া সিটি পুলিশ, ন্যাশানাল হাইওয়ে, আরবিএনএল, সিইএসসি সকলে মিলে একটি যৌথ পরিদর্শন করা হলো। মুলত এলিভেটেড করিডোর করতে গিয়ে কিছু জায়গায় নর্দমা আটকে গিয়েছে। কোথাও নর্দমা চওড়া করা প্রয়োজন। পুলিশের দিক থেকে ট্র্যাফিক ব্যবস্থা কি নেওয়া হবে এসব নিয়েই এদিন বিশদে আলোচনা হয়েছে। এই কাজ শুরু হলে মানুষের যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু থেকে গড়ফা ছাড়িয়ে প্রায় ৪ কিমি. এলাকা পরিদর্শন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct