সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ২৪ - ২৪ অর্থ বছরের বরাদ্দ অর্থ খোরচরের নিরিখে জেলায় প্রথম স্থান অর্জন করলেন মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের ৮নং গ্রাম পঞ্চায়েত ।সেই আনন্দে পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মীদের উপস্থিতে পঞ্চায়েত প্রধান সাখিনা বিবি কে ফুলের তোড়া ও মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় বৃহস্পতিবার পঞ্চায়েতের সভা ঘরে।
এদিন সংবর্ধনা পেয়ে খুশি প্রধান সাখিনা বিবি,তিনি বলেন আমার পুরো পঞ্চায়েত বোর্ড ও অফিস কর্মীরা সাহায্য না করলে হয়তো জেলায় প্রথম স্থান অর্জন করতে পারতাম না ।এই খুশির মুহূর্তটা শুধু আমার নয়,এই খুশি সকলের।
আগামী বছর যেনো আবারও প্রথম স্থান অর্জন করতে পারি সেই চেষ্টা করব বলে জানান পঞ্চায়েত আধিকারিক।
অঞ্চলের একাধিক প্রকল্পের কাজ করা হয়েছে যেমন রাস্তা , প্রতিক্ষালয়,সজল ধারা,সোলার পাম্প,সোলার লাইট, হাই ড্রেন সহ রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে।যার কারণে জেলায় প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আমাদের পঞ্চায়েত বলে প্রধান প্রতিনিধি রেন্টু মণ্ডল জানান।
তিনি আরো বলেন আমাদের বিধায়ক জাফিকুল ইসলামের সহযোগিতা সহ এলাকাবাসীদের ভালোবাসার পাশাপশি আমাদের সকল পঞ্চায়েত সদস্যদের প্রচেষ্টায় জেলার সেরা পঞ্চায়েতের পুরস্কার পাচ্ছে রায়পুর গ্রাম পঞ্চায়েত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct