তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: দীর্ঘদিনের মানুষের দাবি ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের জন্য হোস্টেল চালু করার। সেই দাবি মেনে প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের পেমা ভক্তিপুর কে এস হাই মাদ্রাসায় সূচনা হল সংখ্যালঘু ছাত্র হোস্টেলের।
এদিন ফিতা কেটে হোস্টেলের উদ্বোধন করেন তৃণমূলের জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। সংখ্যালঘু দপ্তরের ১ কোটি ৯ লক্ষ টাকা বরাদ্দে ৫০ আসন বিশিষ্ট এই হোস্টেল নির্মিত হল।
হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সুদীপ সিনহা বলেন ছ’টি হোস্টেল রুম,একটি ডাইনিং হল, রান্নাঘর,শৌচালয় ও নাইটগার্ড রুমের পাশাপাশি কম্পিউটার ল্যাব ও স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হল। এতে অনেক ছাত্র উপকৃত হবে।শুধু থাকা নয় খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই হস্টেলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct