আসিফ রনি, নবগ্রাম, আপনজন: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, নবগ্রামে পঞ্চায়েত সদস্যাকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ দায়ের থানায়।
মুর্শিদাবাদের নবগ্রামে দলবদলের পর হুমকির অভিযোগ তুললেন এক মহিলা পঞ্চায়েত সদস্যা। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরই তৃণমূল নেতাদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় নবগ্রামের পাঁচগ্রাম অঞ্চলের হাটপাড়ার ২৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা কমলা বিবি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এরপর থেকেই তৃণমূল নেতাদের একাংশ তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কমলা বিবি গত বছর আগস্ট মাসে কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে পরবর্তীতে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তৃণমূলে যোগ দেন। তার দাবি, তৃণমূল নেতৃত্ব সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। ফলে তিনি আবারও কংগ্রেসে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং বুধবার কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
তবে অভিযোগ, কংগ্রেসে যোগ দেওয়ার পরই তৃণমূলের বেশ কয়েকজন নেতা তাকে হুমকি দিতে আসেন। এমনকি, তারা তার বাড়িতেও গিয়ে হুমকি দেন বলে দাবি কমলা বিবির। নিরাপত্তার স্বার্থে তিনি নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেউ তাকে হুমকি দেয়নি। তিনি স্বেচ্ছায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, আবার চলে গেছেন। এখন রাজনীতি করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” কমলা বিবির এই অভিযোগের তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। পুরো বিষয় খতিয়ে দেখছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct