মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: গৃহবধূকে সুস্থ করার নামে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। অভিযুক্ত ওঝা গোপাল চ্যাটার্জিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত শুশুনিয়া পঞ্চায়েতের পান বরই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষের বাড়িতে দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত ছিল অভিযুক্ত ওঝা গোপাল চ্যাটার্জির (বয়স আনুমানিক ৫৫ বছর)। বুধবার দুপুরে মদ্যপ অবস্থায় গৃহবধূর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তাকে সুস্থ করার নাম করে অসভ্য আচরণ করে গোপাল চ্যাটার্জি।
গৃহবধূর স্বামী এই ঘটনা হাতেনাতে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গোপাল চ্যাটার্জির বাড়ি বাঁকুড়ার পাত্রসায়ের এলাকার পারুলিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গোপাল চ্যাটার্জি দাবি করেছে যে, সে দীর্ঘ ২১ বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছে এবং বহু মানুষের উপকার করেছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে সে। মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে কালনা আদালতে পাঠিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct