আপনজন ডেস্ক: উত্তরাখণ্ডে মুসলিম বিরোধী প্রচার জোরকদমে অব্যাহত রয়েছে। এমনকি কেদারনাথের বিধায়ক আশা নৈতিয়াল, যিনি নারী ক্ষমতায়নের জন্য দীর্ঘদিনের কর্মী তিনি এই মুসলিম বিরোধী বক্তব্যের পুরোধা। তিনি দাবি করেন, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীতে অহিন্দুদের ঢুকে পড়া নিয়ে রাজ্য সরকারকে অবশ্যই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
বিজেপি বিধায়ক বলেন, অহিন্দুরা মাংস এবং মদ খায়, যার ফলে চারধাম যাত্রার সময় এই মন্দিরগুলিতে আসা হিন্দু তীর্থযাত্রীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। নৈতিয়াল সম্প্রতি রুদ্রপ্রয়াগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। তারপর তিনি দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা এই জাতীয় নিষেধাজ্ঞার দাবি করছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে যত তাড়াতাড়ি সম্ভব অহিন্দুদের উপর নিষেধাজ্ঞা জারি করর আর্জি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct