আপনজন ডেস্ক: মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আগামী শনিবার ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচ এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই প্রশ্নটি ওঠে, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরবেন কে? মেসির অনুপস্থিতিতে অ্যাটাকিং মিডফিল্ডার পাওলো দিবালা এর আগে ১০ নম্বর জার্সি পরেছেন। মার্চের দুটি ম্যাচে দিবালা আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও তাঁর ১০ নম্বর জার্সি পরা হচ্ছে না। আসলে তাঁর মাঠেই নামা হচ্ছে না, কারণ, মেসির মতো দিবালাও চোট পেয়ে ছিটকে গেছেন। মেসির পাশাপাশি নিকট অতীতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরা অন্য খেলোয়াড়টি দিবালাই। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে ১০ নম্বর জার্সি পরে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন রোমা তারকা। কিন্তু মেসির মতো দিবালাও বাঁ ঊরুতে চোট পেয়ে ছিটকে যাওয়ায় আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে শুধু একজনই আছেন, যাঁর অতীতে জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা হয়েছে। আনহেল কোরেয়া। আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ডের উরুগুয়ের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা নিশ্চিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার ভক্তরা বেশ আগে থেকে দাবি তুলেছেন, মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা লাওতারো মার্তিনেজকে দেওয়া হোক। শেষের জনও চোট পেয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন।
তবে ১০ নম্বর জার্সি ব্যবহার না করারও অতীত উদাহরণ আছে। ২০০৫ সালের আগস্টে আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেকের পর এ পর্যন্ত ২৮ ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি দেখা যায়নি মাঠে। গাস্তন এদুলের কথা সত্য হলে অবশ্য উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচে সেই সম্ভাবনা নেই।
মেসি আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে প্রথম মাঠে নামেন ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে। গত ১৬ বছরে মেসির বাইরে খুব কম খেলোয়াড় এই জার্সি পরার সুযোগ পেয়েছেন। মেসির অনুপস্থিতিতে এই জার্সি ৭ বার পরে মাঠে নামার সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। তিনবার পরেছেন কোরেয়া। দুবার করে পরেছেন আনহেল দি মারিয়া, এনজো পেরেজ, হেক্টর কানতেরোস, নিকোলাস গাইতান ও পাওলো দিবালা। মেসির গায়ে এই জার্সি ওঠার পর একবার করে তা পরার সুযোগ পেয়েছেন ফেদেরিকো ইনসুয়া, আরিয়েল ওর্তেগা (২০১০ সালে হাইতির বিপক্ষে তাঁর শেষ ম্যাচে), এরিক লামেলা, এভের বানেগা, হাভিয়ের পাস্তোরে, লুকাস মুগনি (মাঠে নামার সুযোগ হয়নি), ম্যাক্সিমিলিয়ানো মোরালেস, ওয়াল্টার এরভিতি ও ওয়াল্টার মন্তিলো। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আইকনিক মর্যাদা পেয়েছে ডিয়েগো ম্যারাডোনার মাধ্যমে। ’৭৮ বিশ্বকাপজয়ী মারিও কেম্পেসও এই জার্সি পরেছেন, কিন্তু ১০ নম্বর জার্সির আবেদনকে বিশ্বের আনাচকানাচে পৌঁছে দিয়েছেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনাই। গোল বানানোর পাশাপাশি গোল করা ও খেলা তৈরি করাই মূলত এই জার্সির খেলোয়াড়ের দায়িত্ব—প্লে মেকারের ভূমিকাই বেশি পালন করতে হয়।
ম্যারাডোনার পর ওর্তেগা ও হুয়ান রোমান রিকেলমে বেশ কিছুদিন এই জার্সি পরেছেন। তারপর এলেন মেসি এবং ১০ নম্বর জার্সিটা বেশ আগে থেকেই তাঁর জন্য ‘চিরস্থায়ী বন্দোবস্ত।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct