এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: অবশেষে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে কম্পোজিট গ্রান্টের পঞ্চাশ শতাংশ অর্থ পেতে চলেছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি ৷ বৃহস্পতিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের ২১ টি জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং স্কুল মিলিয়ে মোট ৮০৩টি শিক্ষা প্রতিষ্ঠান কম্পোজিট গ্রান্টের দুই কোটি পঞ্চাশ লক্ষ বারো হাজার পাঁচশ টাকা পেতে চলেছে ৷
২০২৪-২৫ আর্থিক বছর শেষ হতে চললেও এরাজ্যের সরকার স্বীকৃত ও অনুদান প্রাপ্ত হাই মাদ্রাসা, সিনিয়ার মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র (এমএসকে) গুলি কম্পোজিট গ্রান্ট-এর টাকা কবে পাবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল ৷ কারণ রাজ্যের অধিকাংশ উচ্চ প্রাথমিক স্কুল গুলি তাদের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাতে প্রথম কিস্তি হিসাবে কম্পোজিট গ্রান্টের পঞ্চাশ শতাংশ অর্থ পেয়েছিল । চলতি মার্চ মাসের ৫ তারিখ প্রাথমিক স্কুল ও এসএসকে গুলির জন্যও কম্পোজিট গ্রান্টের পঞ্চাশ শতাংশ অর্থ প্রদান করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সমগ্র শিক্ষা মিশনের (এসএসএম) তরফে । গত কয়েকমাস আগে এবং চলতি মাসে দু’দফায় স্কুল গুলি কম্পোজিট গ্রান্টে’র অর্ধেক করে টাকা পেলেও সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসা গুলি বা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলির জন্য কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়ায় সংখ্যালঘু মহলে বিভিন্ন প্রশ্ন উঠছিল, ধোঁয়াশার মধ্যে ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষকরা ৷ ‘আপনজন’ পত্রিকায় সেই খবর ফলাও করে প্রকাশিত হয় ৷ অবশেষে মাদ্রাসাতেও কম্পোজিট গ্রান্টে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হলো ৷ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম জানান ৮০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০০টি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং কিছু কেএমসি স্কুল রয়েছে ৷ এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন ৷ তিনি বলেন, মাদ্রাসার সামগ্রিক উন্নয়নে এই অর্থ কাজে লাগবে ৷ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম বলেন, ৮০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০০টি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং কিছু কেএমসি স্কুল রয়েছে ৷ তবে এই প্রথমবার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে একক বিজ্ঞপ্তি মাধ্যমে কম্পোজিট গ্রান্টের অর্থ স্কুল এবং মাদ্রাসাকে একইসঙ্গে প্রদান করা হবে ৷ জানা গিয়েছে এর আগে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল এবং মাদ্রাসাগুলিকে কম্পোজিট গ্রান্ট প্রদান করা হতো ৷ মাদ্রাসাগুলির ফান্ড পেতে বিলম্বে হলেও নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষা মহলের বিদ্বজ্জনের মতে আগামীতে স্কুলগুলো কম্পোজিট গ্রান্ট পেলে মাদ্রাসাগুলোও একইসঙ্গে কম্পোজিট গ্রান্ট পাবে৷ তবে মাদ্রাসা গুলোর দ্রুত কম্পোজিট গ্রান্টের টাকা না পাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এ রাজ্যের প্রতি বিমাত্রী সুলভ আচরণকেই দায়ী করে প্রথম সরব হয়েছিলেন রাজ্যের তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতৃত্ব আবু সুফিয়ান পাইক ৷ ফান্ডের ঘোষণা হতেই তিনি সন্তোষ প্রকাশ করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct