নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয় নিউটন ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ইফতার মজলিস। বুধবার ওই মজলিসে কয়েক হাজার শিক্ষার্থীরা ইফতারে শামিল হন ৷ উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম, রেজিস্ট্রার ড. নুরুল হুদা গাজি, আইএএস শাকিল আহমেদ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, নতুন গতি পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নূর, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, প্রফেসর জাকির হোসেন, মাওলানা ওসমান কাসেমী, সাবির আহমেদ, আমানত ফাউন্ডেশন এর সম্পাদক মোহম্মদ শাহ আলম প্রমুখ । ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম বক্তব্য রাখার সময় রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন ৷ এ দিন আহমদ হাসান ইমরান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরাও তাদের বক্তব্যের মধ্যে দিয়ে রমজানের গুরুত্ব ও আলিয়ার ঐতিহ্যের কথা তুলে ধরেন ৷
ছবি: মীর আনিসুল আলম
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct