একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের এক বাসিন্দা টোমাস কেমারিশ।সেই একদিনেই প্রবল সমালোচনার কারণে পদত্যাগ করতেও বাধ্য হন তিনি।যদিও সেই একদিনের কাজের জন্য বেতন স্বরুপ তিনি পেতে চলেছেন ভারতীয় অর্থমূল্যে ৮০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী হিসেবে একদিন কাজ করলেও তিনি পাবেন পুরো মাসের বেতন যার পরিমাণ ১৬ হাজার ৬১৭ ইউরো। সঙ্গে যোগ হবে কাজের ভাতা ৭৬৬ ইউরো। যেহেতু তিনি বিবাহিত, তাই পরিবার ভাতা হিসেবেও পাবেন ১৫৩ ইউরো। সব মিলিয়ে তাঁর এক মাসের বেতন হচ্ছে ১৭ হাজার ৫৩৬ ইউরো। টুরিঙ্গিয়া রাজ্যের আইন অনুযায়ী, কেমারিশ ছয় মাসের জন্য চাকরি পরিবর্তনকালীন ভাতাও পাবেন। এই সময় প্রথম তিনমাস তিনি মাসিক বেতনের পুরোটা, আর পরের তিন মাস অর্ধেক পাবেন। সব মিলিয়ে কেমারিশের কপালে জুটতে যাচ্ছে ৯৩ হাজার চার ইউরো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct