চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: স্টেশন মোড়ের গলি রাস্তা জুড়ে যত্রতত্র অটো স্ট্যান্ড গজিয়ে ওঠায় বাড়ছে যানজট।আর এসব দেখেও নীরব পুলিস প্রশাসন। এমনই চলছে জয়নগর মজিলপুর পুরসভা এলাকায়। অভিযোগ, বারংবার পুলিসকে জানিয়েও কোনও কাজ হয়নি। যদিও বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি দেখা হচ্ছে।অন্য দিকে জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন,পুলিসকে বলছি বিষয়টি ভালো করে দেখার জন্য।জয়নগর মজিলপুর স্টেশন থেকে বেরিয়ে ৮ নং ওয়ার্ডের কাঁসারি পাড়া ঢোকার মুখে গলির মধ্যে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে একাধিক অটো। আবার এই রাস্তা ধরে কিছুটা এগলেই রক্তাখাঁ পাড়ার মুখে শ্রী কৃষ্ণ প্রাথমিক স্কুলের আগেও একের পর এক অটো দাঁড়িয়ে থাকে।এতে যেমন পথচারীদের সমস্যায় পড়তে হয়, তেমনই স্কুল পড়ুয়াদেরওভোগান্তি হয়। গলি রাস্তা ধরে অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে হাসপাতালে যেতে হিমশিম খেতে হয়। ভুক্ত ভোগী বাসিন্দারা বলেন, এটা প্রতিদিনের সমস্যা।অটো চালক দের গাড়ি সরিয়ে নিতে বললে তাঁরা হুমকি দেন। মূল রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণে দাঁড়িয়ে থাকা সিভিক ভলান্টিয়ারদের বলা হলেও তাঁরাও গুরুত্ব দেয়না। কবে এই সমস্যা মিটবে, কেউ বলতে পারে না।স্থানীয় অভিভাবকরাও বলেন, অটোচালকদের আগে একবার রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবার তাঁরা স্ট্যান্ড করে নিয়েছে। পুলিসের সঙ্গে যোগসাজসের জন্যই এই অবস্থা। অবিলম্বে অটো স্ট্যান্ড রাস্তা থেকে সরানোর দাবি করা হয়েছে প্রশাসনের কাছে। তবে অটো ইউনিয়ন থেকে শীঘ্রই অটোগুলো সরিয়ে নেবে বলে জানানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct