সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: জিয়াগঞ্জের ফুলতলা বাসস্ট্যান্ডে এক যুবকের উপর প্রাণঘাতী হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সন্ধ্যায়। বছর তিরিশের সঞ্জিৎ মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় তারই আত্মীয় তাপস মণ্ডল। পুলিশ সূত্রে খবর, সঞ্জিতের স্ত্রীর সঙ্গে অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যা থেকেই এই ঘটনার সূত্রপাত। পুরনো গণেশপুরের বাসিন্দা অভিযুক্ত তাপস মণ্ডল মদ্যপান করানোর নাম করে সঞ্জিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। প্রাণে বাঁচতে সঞ্জিত সাইকেলে করে জিয়াগঞ্জ বাসস্ট্যান্ডে ছুঁটে আসে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালে রেফার করা হয়।
সঞ্জিত পেশায় পরিযায়ী শ্রমিক। তবে বাড়িতে থাকাকালীন তিনি স্ত্রীর সঙ্গে বাগডহর মোড়ে সবজি বিক্রি করতেন। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct