আপনজন ডেস্ক: গতকাল সোমবার রাতে হন্ডুরাস উপকূলের কাছে রোয়াটান দ্বীপে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির অগ্নিনির্বাপণ প্রধান স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রোয়াটানের অগ্নিনির্বাপণ প্রধান উইলমার গুয়েরেরো স্থানীয় সম্প্রচারক এইচসিএইচকে জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে এখনও আটজন যাত্রী রয়েছেন।
স্থানীয় সম্প্রচারক নোটিসিয়েরো হোয় মিসমোকে দেওয়া এক মন্তব্যে দ্বীপের পুলিশ প্রধান লিসান্দ্রো মুনোজ বলেছেন, উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই পানিতে বিধ্বস্ত হয়।
তিনি আরো বলেন, ‘এই উদ্ধার প্রচেষ্টা কঠিন, কারণ উড়োজাহাজটি সমুদ্রে পড়ে গেছে।’ হন্ডুরাসের পরিবহন সংস্থা ল্যানহসা পরিচালিত জেটস্ট্রিম উড়োজাহাজটিতে ১৭ জন যাত্রী ছিলেন, যার মধ্যে তিনজন ক্রু সদস্য ছিলেন। দেশটির পরিবহনমন্ত্রী স্থানীয় রেডিওকে এই তথ্য নিশ্চি করলেও নিহতের সংখ্যা বিস্তারিত জানাননি। স্থানীয় গণমাধ্যমে দেখানো ফ্লাইট ম্যানিফেস্ট অনুসারে, যাত্রীদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং দুইজন নাবালকও ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct