আপনজন ডেস্ক: ফুটবলে ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথ এমনিতেই ঐতিহাসিক। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ডের পাতা ওলট–পালট হয়। এবারের দ্বৈরথটি অবশ্য মাঠে গড়ানোর আগেই ঐতিহাসিক হয়ে গেছে। সেটা দুই দলের কোচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরই। আর্জেন্টিনা দলে যেমন নেই লিওনেল মেসি, তেমনি ব্রাজিল দলে নেইমারও অনুপস্থিত। দুই দলের সেরা দুই তারকা চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না। তাতেই এই দ্বৈরথ নিয়ে ইতিহাসের পাতা ওল্টাতে হচ্ছে। কারণ, ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে মেসি ও নেইমারের অনুপস্থিতি হামেশাই দেখা যায় না। যদি এ প্রশ্ন করা হয়, মেসি ও নেইমার—দুজনের একজনও নেই, এভাবে সর্বশেষ কবে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ দেখা গেছে? তাহলে ফিরতে হবে প্রায় ২০ বছর আগে। ২০০৫ সালের ২৯ জুন, অধুনালুপ্ত ফিফা কনফেডারেশনস কাপ ফাইনাল। ফ্রাঙ্কফুর্টের সেই ফাইনালে তেভেজ–রিকেলমেদের আর্জেন্টিনাকে ৪–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
এরপর প্রায় দুই দশক ধরে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে হয় মেসি, না হয় নেইমার কেউ না কেউ খেলেছেন কিংবা তাঁদের দুজনকেই মুখোমুখি হতে দেখা গেছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে। পরের বছর ২ সেপ্টেম্বর ব্রাজিলের বিপক্ষে মূল জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন মেসি। এমিরেটস স্টেডিয়ামে সে ম্যাচেও আলফ বাসিলের আর্জেন্টিনা হেরেছিল ৩–০ গোলে।
ব্রাজিলের জার্সিতে নেইমারের অভিষেক ২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে। মাঝে দুই মাস পর ১৭ নভেম্বর প্রীতি ম্যাচে প্রথম আর্জেন্টিনার মুখোমুখি হন নেইমার। ম্যাচটি ১–০ গোলে হেরেছিল ব্রাজিল। আর্জেন্টিনা দলে অভিষেকের পর এ পর্যন্ত ১৬ বার ব্রাজিলের মুখোমুখি হয়ে ৮ জয়, ২ হার ও ৬ ম্যাচে হেরেছেন মেসি। তবে ব্রাজিলের বিপক্ষে এ সময়ে ছয়টি ম্যাচে মেসি খেলতেও পারেননি। এ ছয় ম্যাচে আবার নেইমার ছিলেন ব্রাজিল দলে। মেসির না খেলা ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে একটি করে জয় ও ড্র এবং তিন ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। আর প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল বিশ্বকাপের বাছাই যেখানে ১–১ গোলে ড্র করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আর্জেন্টিনার বিপক্ষে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৫ জয়, ২ ড্র ও ৪ ম্যাচে হেরেছেন নেইমার। ব্রাজিল–আর্জেন্টিনার মধ্যে যে পাঁচ ম্যাচে অনুপস্থিত ছিলেন নেইমার, সেগুলোয় আবার খেলেছেন মেসি। নেইমারের না খেলা ৫ ম্যাচে ব্রাজিল ভালো করতে পারেনি। এক জয়ের বিপরীতে দুটি করে ড্র ও হার। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এ দুটি ম্যাচের জন্য গত ২ মার্চ ঘোষিত স্কালোনির প্রাথমিক দলে ছিলেন মেসি, কিন্তু চোটের কারণে গতকাল কোচ স্কালোনির ঘোষণা করা চূড়ান্ত দলে জায়গা হয়নি মেসির।
বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ায় স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। এরপর আর্জেন্টিনা ম্যাচের কথা তো আগেই বলা হয়েছে। এ দুটি ম্যাচের জন্য নেইমারকে শুরুতে স্কোয়াডে রাখা হলেও ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র গত শুক্রবার জানান, সান্তোসের হয়ে চোট পাওয়ায় নেইমারকে দলে রাখা যাচ্ছে না। খেলার মতো ফিটনেস তিনি ফিরে পাননি।
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ব্রাজিল পয়েন্ট তালিকার পাঁচে। শীর্ষ ছয় দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে–অফ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct