সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ইফতারের পাঁচ মিনিট আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো একটি বাড়ি কালীগঞ্জে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে জলঙ্গী ব্লকের সাদিখান দেয়ার অঞ্চলের কালীগঞ্জ এলাকার রবিবার সন্ধ্যায় ইফতারের কয়েক মিনিট আগে রান্নার উনুনের আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি পাটকাঠির বাড়ি।
আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রাকিবুল সেখ জানান ইফতারের আয়োজন করতে ব্যস্ত তখনই হঠাৎ করে রান্নার উনুনের আগুন ধরে যায় বাড়িতে সেই আগুন দেখে এলাকাবাসীরা নেভানোর চেষ্টা করার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি।তিনার আরো দাবি আমার নামে সরকারি ঘর আসলেও কেনো ঘর পেলাম না জানিনা ,ঘর পেলে হয়তো এই ভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যেতো না।
লক্ষাধিক টাকা সহ খাদ্য সামগ্রিক সহ আসবাবপত্র ও পোষাশ সহ ঘরের সমস্ত কিছুই আগুনে পুড়ে চাই হয়ে যায় ,ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ ও স্থানীয় সিপিআইএম এর পঞ্চায়েতের মেম্বার হিল্লাল হোসেন।দলীয় ভাবে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এলাকাবাসীরাও সরকারি সাহায্যর আবেদন করেন ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য।
রমজান মাসে এই ভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় রাস্তায় এসে বসে পড়ে।এখন কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না।যদিও স্থানীয় প্রতিবেশী মানিক বলেন আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে ঘরের সার্ভে করার অনুরোধ করেছিলাম ,সেই মত ঘরের সার্ভে আসলেও ঘর মেলেনি।এখানে অসহায় পরিবারের মানুষ ঘর পাচ্ছে না অথচ যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে ,এই পরিবার টা টোটো চালিয়ে সংসার চালাই যদি সরকারি একটা ঘর পেতো তাহলে হয়তো এদিন দেখতে হত না।আমরা গ্রামবাসীরা সরকারের কাছে আবেদন করছি যাতে করে এই অসহায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার একটি পাকা বাড়ি পায়।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে যায় ঘটনায় পাশের পাকা বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয় বলেও জানা যায় স্থানীয় সূত্রে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct