আপনজন: রাজ্য সরকার স্বীকৃত ও অনুদান প্রাপ্ত বিভিন্ন জুনিয়র হাই, হাইমাদ্রাসা, সিনিয়ার মাদ্রাসা, এম.এস.কে. সহ সদ্য অনুমোদন পাওয়া আন এডেড মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে শিক্ষামূলক কর্মশালা ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে । শনিবার মসজিদ পাড়ায় আয়োজিত ওই ইফতার মজলিসে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষকরা সামিল হয়ে একযোগে শান্তি, সহবস্থান ও সম্প্রীতির বার্তা দেন । আয়োজক কমিটির পক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনে’র রাজ্য সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পাইক বলেন, ভারতীয় সংবিধানে ধর্মাচরণ একটি মৌলিক অধিকার । ইসলাম সব সময় শান্তি ও সৌহার্দ্যের পক্ষে । যার ধর্ম তার কাছে বড়ো, নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান জানানো উচিত ।’ বর্তমানে বিজেপি নামক একটি উগ্র সাম্প্রদায়িক দল ও তার নেতারা যেভাবে অন্য সম্প্রদায় বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করছে তার নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সহমত পোষণ করেন তিলক মন্ডল, সুদাম হালদার, পার্থ প্রামাণিক, বিশ্বজিত মাইতি প্রমুখ মাদ্রাসার শিক্ষকরা । মানবিক মূল্যবোধ এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক মইমুর আলি বৈদ্য, ইয়ারব গাজী, মো সাহাবুদ্দিন নাদভী, খলিলুল্লাহ বৈদ্য, মো রেজাউল ইসলাম খান, হাবীবুল্লাহ সরদার, মো সফিউল আলম প্রমুখ শিক্ষক।
রোজার ফযিলত ও তার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা তুলে ধরেন আলমগির সরদার, মো সাবির হোসেন মোল্লা, মুহিবুল্লাহ মাঝারী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুকুমার মণ্ডল, অভিষেক গায়েন, বিশ্বজিত মাইতি, ইমরান হোসেন সরদার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct