আপনজন: জেটি ঘাটের অভাবে বিপদজনক ভাবে যাতায়াত করতে এলাকার মানুষকে সাগরে। চারিদিকে জল দিয়ে ঘেরা একটি বিছিন্ন দ্বীপ সাগরের ঘোড়ামারা।চারিদিকে জলের মাঝে বহু বছর আগে জেগে ওঠা একটা দ্বীপ এই ঘোড়ামারা। এখানে যাতায়াতের প্রধান মাধ্যম হল ভুটভুটি। কিন্তু এই ভুটভুটি করে দ্বীপে নামার জন্য কোনও জেটিঘাট নেই। ফলে স্থানীয়দের বিপজ্জনকভাবেই ভুটভুটিতে ওঠানামা করতে হয়। বিশেষত ছোট শিশু ও বয়স্কদের ভুটভুটি থেকে ওঠাতে বা নামাতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। এমনকী মালপত্র নামানো ও তোলার ক্ষেত্রেও সমস্যা হয়। দ্বীপের ভাঙন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে এখানে কোনও জেটিঘাট তৈরি করা হয়নি। প্রায় ২৫ বছর আগে এই এলাকায় একটি জেটিঘাট নির্মাণ করা হয়েছিল। তাঁর আগেও একটি জেটিঘাট ছিল। কিন্তু সেই দুটি ঘাট মুড়িগঙ্গা নদীর গর্ভে চলে গিয়েছে। এখানে শুধু যে ঘাটের সমস্যা তা নয়। দ্বীপে রয়েছে একাধিক অসুবিধা।মাঝেমধ্যেই এখানে বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে।প্রাকৃতিক বিপর্যয় হলে দ্বীপের বাসিন্দারা খুবই অসুবিধায় পড়েন বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।বর্তমানে এই দ্বীপের মন্দিরতলা এলাকায় ভুটভুটি এসে দাঁড়ায়। যাত্রীদের খুবই কষ্ট করে ওঠানামা করতে হয়। ভাটার সময় আবার কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। স্থানীয়দের দাবি রায়পাড়ার কাছে কিছুটা চর পড়ছে সেখানে একটি জেটিঘাট নির্মাণ করা হলে খুবই সুবিধা হয়।এ ব্যাপারে স্থানীয় ঘোড়ামারা পঞ্চায়েত প্রধান বিষয়টি দেখার আশ্বাস দেন।আর কবে এখানে জেটি ঘাট নির্মাণ হয় সেদিকে তাকিয়ে এলাকার মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct