আপনজন: রাজ্যের শিশু ও নারী কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারপার্সন তাপসী মন্ডল কে পুষ্প দিয়ে শুভেচ্ছা জানালেন হোড়খালী অঞ্চলের পঞ্চায়েত সদস্যগণ,ও বিভিন্ন বুথের কর্মী সমর্থকরা সঙ্গে ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সেক আবুল হাসান,তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সন্মান দিয়ে দলে নিয়েছে,সেখানে আমাদের আর কোন এক্সকিউজ নেই। তাপসী মণ্ডল বলেন সদ্য দায়িত্ব পেয়েছি, রাজ্য তথা এই জেলার শিশু ও নারীদের জন্য যথাসাধ্য উন্নয়ন সহ সমস্যা সমাধানের চেষ্টা করব,সেই সঙ্গেই এলাকার সার্বিক উন্নয়ন দ্রুত গতীতে যাতে করা যায় সেই দিকে সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান,পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কে কেন্দ্র করে সারাবছর রাজনীতির চর্চা থাকে,হলদী নদীর তীরে অবস্থিত হলদিয়া শহর,রাজ্যের শিল্পাঞ্চলের মধ্যেই হলদিয়া বন্দর কেন্দ্রিক একাধিক অনুসারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে হলদি নদীর তীরে,তাই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রের প্রধান মন্ত্রী, দেশ বিদেশের শিল্পপতিদের নজর থাকে এখানকার রাজনীতির উত্থান পতনে। বর্তমান সময়ে বিজেপির টিকিটে জেতা বিধায়ক তাপসী মন্ডল শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করায় রাজনীতির পট পরিবর্তন হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে নারী ও শিশুকল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারপার্সন করায় হলদিয়ার স্থানীয় মানুষের মধ্যেই নতুন খুশির উন্মাদনাও লক্ষ করা যায়। শিল্প শ্রমিক দের মধ্যেই নতুন করে আশার সঞ্চার হচ্ছে,এমনটাই জানা যাই,হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের দুর্দশা,শিল্প পরিকাঠামোর ভগ্নদশা বিধায়িকার মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী কে জানাতে পারবে শ্রমিক মহল এমনটাই গুঞ্জন কলকারখানায়। তৃণমূলের আভ্যন্তরীণ ভাবে যে সাংগঠনিক বিভাজন রয়েছে তা অনেকেটা মিটবে এমনটাই রাজনৈতিক মহলের মত। এদিকে সরকারের উন্নয়নে সামিল হতে তাপসীর মন্ডলের ফুল বদল কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct