আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া বড়ো ধাওতা এলাকায় শনিবার নারী শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ভিত্তি স্থাপন করা হলো মাদ্রাসা জামিয়া আসমাউল হুসনা গুলসানে ফাতেমা লিল বানাত। এই মাদ্রাসাটি বিশেষভাবে মহিলাদের শিক্ষাদানের জন্য গড়ে তোলা হচ্ছে, যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন দিগন্তের উন্মোচন হবে। মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা দিলশাদ গাণি জানান, “নারী শিক্ষা ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা বালিকা বিদ্যালয়ের গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠান শুরু করেছি। সমাজের সকল স্তরের মানুষের সাহায্য ও দোয়া আমাদের প্রয়োজন, বিশেষ করে পবিত্র রমজান মাসে।” এলাকার পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মোস্তফা বলেন, “এই উদ্যোগ শুধু শিক্ষা নয়, নারীর ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই সকলে এগিয়ে এসে সহযোগিতা করুক, যাতে আগামী দিনে এটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়।” স্থানীয় মানুষজন এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। রমজানের এই পুণ্যসময়ে দান-সদকার মাধ্যমে মাদ্রাসাটির উন্নয়নে অবদান রাখার জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct