আপনজন ডেস্ক: ভোটার কার্ড থেকে ভূত তাড়ানোর যে অভিযোগ তুলেছিল তৃণমূল সেই ঘটনায় এপিক ও আদার সংযুক্তিকরণ নিয়ে আগামী সপ্তাহের মঙ্গলবার নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ওই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলিকে উপস্থিত থাকতে বলা হয়েছে তাদের মতামত চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মুখ্য নির্বাচন কমিশনার গেনেস কুমার এই বৈঠক পরিচালনা করবেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদার কমিশনের সিইও সংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দলগুলি থেকে ওই দিন এই বিষয়ে পরামর্শ ও মতামত চাওয়া হয়েছে ইতিমধ্যে। সমস্ত রাজনৈতিক দলকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে তাদের মতামত লিখিত আকারে কমিশনের কাছে বৈধ নীতি মেনে পাঠাতে বলা হয়েছে। সংযুক্তি করনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে বৈঠকে আলোচনা হবে। নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে কি কি প্রক্রিয়া হবে তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে। ভূতুড়ে ভোটার তথা এই এপিক নম্বরে একাধিক জনের নাম থাকার প্রসঙ্গে তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অভিযোগ তোলেন গত ২৭ শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায়। এরপর তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনকে স্মারকলিপি জমা দিয়ে কেন বছরের পর বছর ধরে বিষয়টি চাপা রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের পরে পাঁচ দিনের মধ্যে জোড়া বিবিটি দিয়ে কমিশন শিকার করে একই এপিক নম্বরে একাধিক রাজ্যে ভোটার কার্ড রয়েছে। তৃণমূলের তোলা অভিযোগ কে সমর্থন করে কংগ্রেস এনসিপির মত দল। ও বিজেপি একাধিক দল প্রশ্ন তোলে একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে কিভাবে ভোটারের নাম থাকতে পারে? বিভিন্ন রাজনৈতিক দলগুলি অভিযোগ আনে সরাসরি নির্বাচনবিধির ২৮ নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে বলে। এরপরই দিল্লি নির্বাচন কমিশন নড়েচড়ে বসে। আধারের সঙ্গে এপিক সংযুক্তিকরণ এর বিষয়ে বৈঠক করার দিন চূড়ান্ত করে দিল্লির নির্বাচন কমিশন
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct