আপনজন ডেস্ক: আইএসএল এর লিগ পর্বের ম্যাচ গুলি আগামী ১২ই মার্চ শেষ হয়ে গিয়েছে। আর তাই ইন্ডিয়ান সুপার লিগ শনিবার ২০২৪-২৫ সালের প্লে অফের তারিখ ঘোষণা করেছে। নকআউটের পর্বগুলি আগামী ২৯ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে, তারপরেই ২, ৩ এবং ৬ এবং ৭ এপ্রিল দুই লিগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মোহনবাগান এসজি টানা দ্বিতীয় মরশুমে লীগ শিল্ড জিতেছিল আর এটি যে একপ্রকার ইতিহাস তৈরি করেছে তা নিয়ে কোন সংশয় নেই, কারণ প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে এই কৃতিত্ব একমাত্র মোহনবাগান-ই অর্জন করেছে। মোহনবাগান এসজি-র পাশাপাশি, এফসি গোয়া (দ্বিতীয়), বেঙ্গালুরু এফসি (তৃতীয়), নর্থইস্ট ইউনাইটেড এফসি (৪র্থ), জামশেদপুর এফসি (৫ম) এবং মুম্বাই সিটি এফসি (৬ষ্ঠ) সকলেই নিজেদের প্রতিভার জোরে প্লে-অফে তাদের স্থান নিশ্চিত করে নিয়েছে।
মোহনবাগান এসজি এবং এফসি গোয়ার প্রতিপক্ষ নির্ধারণ করতে, প্লে-অফে তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দলগুলি দুটি একক লিগের নকআউট ম্যাচে লড়াই করবে, যারা সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে। সেমিফাইনালগুলি হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে বলে ঠিক করা হয়েছে এবং দুই লিগের বিজয়ীরা আগামী ১২ এপ্রিল লিগ টেবিলের উচ্চতর র্যাঙ্কিং অনুযায়ী ঘরের মাঠে ফাইনাল খেলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct