আপনজন: শুভেন্দু অধিকারী কে মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী মানুষ নয় বলেও দাবি করেছেন তিনি।
শনিবার দিন ফলতার একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মজরিশে এই মন্তব্য করেন ত্বহা সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছে বাংলার মা বোনেরা, ধর্ষণ করা হয়েছে, মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইফতার মজলিশে ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি একসাথে ইফতার করেন পীরজাদা ত্বহা সিদ্দিকী, বেসরকারি নার্সিংহোমের কর্ণধার জাহির ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চরম সমালোচনা করেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, শুভেন্দু বাংলায় একটা নির্দিষ্ট ধর্মকে নিয়ে বারে বারে বাজে মন্তব্য করছেন সেটা বাংলার সংখ্যালঘুদের সম্মানে আঘাত লাগছে। শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে। অতি তাড়াতাড়ি ওর মাথার ডাক্তার দেখানো প্রয়োজন।
তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে কোনদিন বাংলায় জায়গা দেওয়া যাবে না। শুভেন্দু মানুষ হলে এমন কথা বলতে পারতেন না। অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপির দ্বারা এই বাংলা বারে বারে আক্রান্ত হয়েছে আগমন নেমে এসেছে মুসলিম সম্প্রদায়ের মসজিদের উপর কুরআনের উপর। অন্যদিকে দু-একদিনের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরায় যেতে পারেন এমন সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়েও জানান ত্বহা। এই ইফতার অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার ইমাম মোয়াজ্জেম বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এই ইফতার মজলিসে প্রায় পাঁচ শত মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে আয়োজিত মতবিনিময় সভাটি সকলের মধ্যে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেয় ,যা উপস্থিত সকলের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ রা জানান এই ধরের উদ্যোগ সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক হবে ও আগামীতে বৃহত্তর কল্যাণমূলক কার্যক্রমের ভিত্তি স্থাপন করবে। তারা ভবিষ্যতে এমন আরো আয়োজনের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্ব মানবের কল্যাণে ও শান্তির কামনা করে ইফতারের দোয়ার মজলিস শেষ করেন পীরজাদা ত্বহা সিদ্দিকী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct