আপনজন: গ্রাম বাংলা থেকে খেলাধুলা হারিয়ে যেতে বসেছে।সুন্দরবনের প্রাচীন ও জনপ্রিয় একটি খেলা হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা।আর এক দিনের সেই খেলা হয়ে গেল জয়নগরে।
জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়ণপুর অঞ্চলের পল্লী মঙ্গল সংঘের পরিচালনায় জয়নগরের বিধায়ক বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে হরিনারায়ণপুরে একদিনের ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার। এদিন এই খেলার আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়নগর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শামিম আহমেদ ঢালী, হরিনারায়ণপুর পঞ্চায়েত প্রধান সুজাউদ্দিন শেখ, জয়নগর ১ নং ব্লক আই এন টি টি ইউ সি র সভাপতি মাতিন হালদার, প্রতাপাদিত্য অধিকারী সহ আরো অনেকে। জয়নগর,কুলতলি, মগরাহাট, ক্যানিং সহ আশেপাশের এলাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা।আর এই খেলা দেখতে বহু মানুষ হাজির ছিল মাঠেতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct