আপনজন ডেস্ক: রাজ্যে কলকাতা পুলিশে সহকারী সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য কনস্টেবল/সিপাইদের বিভাগীয় পরীক্ষার দিনক্ষণ ঠিক হল ঈদের আগের দিন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংখ্যালঘু মহলে জোর চর্চা শুরু হয়েছে। ১২ই মার্চ কলকাতা পুলিশের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতির জন্য কনস্টেবল/সিপাইদের বিভাগীয় পরীক্ষা পূর্ব নির্ধারিত ২৩শে মার্চের পরিবর্তে ৩০শে মার্চ রবিবার অনুষ্ঠিত হওয়ায় কথা জানানো হয়েছে। উল্লেখ্য এ বছর ৩০টি রোজা সম্পন্ন হলে ৩১ শে মার্চ ঈদ হওয়ার কথা, আর ২৯টি রোজা হলে ঈদ হবে ৩০শে মার্চ। অন্যদিকে পরীক্ষার তারিখ ৩০শে মার্চ। সুতরাং ২৯টি রোজা হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঈদের দিন। এবং ৩০টি রোজা সম্পন্ন হলে পরীক্ষা হবে ঈদের আগের দিন। সেক্ষেত্রে কলকাতা পুলিশে কর্মরত মুসলিম কনস্টেবল/সিপাইদের পদোন্নতির জন্য ওই পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগকে তারিখ পরিবর্তনের আর্জি জানিয়ে রাজ্যের ‘প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গলে’র (পিআইবি) সভাপতি মানাজাত আলী বিশ্বাস বলেন, ‘চাকরি জীবনে উচ্চপদে যাওয়ার স্বপ্ন প্রত্যেক কর্মীরই থাকে। এই সমস্ত কর্মীরা আমাদের ভ্রাতৃতুল্য । তারা যাতে সুযোগ পান সেটা দেখা দরকার।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct