আপনজন ডেস্ক: গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকি। বিধায়ক তহবিলের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না, আর তার ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে এই অভিযোগ মুখ্যমন্ত্রীকে সরাসরি জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেই সাক্ষাতের এক সপ্তাহ পর সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর হুগলি জেলা প্রশাসনের তরফে এক ইফতার মজলিশে যোগ দিতে মুখ্যমন্ত্রী ফুরফুরায় যাচ্ছেন। তবে তার এই সফরে তিনি ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যদিও সেখানে গিয়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুনরায় সাক্ষাৎ করবেন কিনা তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী আসেন তারপর ২০১২ সালে। এরপর ২০১৬ সালে তিনি সেখানে যান। তারপর ২০২৬-এর ভোটের আগে ১৭ মার্চ সোমবার ফের ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct