বাবু হক, হাওড়া, আপনজন: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য জয়পুর জল নিকাশি খালের উপর জীবনযাপন ও জীবিকার তাগিদে ভাঙ্গাচোরা কাঠের পোল দিয়ে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কয়েক হাজার আপামর আম আদমি জনসাধারণকে ।
মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরীক্ষার্থী দের, আট থেকে আশি বছর বয়সের এমনকি অসুস্থ ও অন্তঃসত্ত্বা মহিলাদের পারাপার ও যাতায়াতের একমাত্র সহজ পথ এটা। হাজার হাজার বিঘা জমিতে চাষাবাদ করা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যোগাযোগ করা এই কাঠের পোল উপর নির্ভরশীল এলাকার মানুষজন। কৃষি সরঞ্জামসহ উৎপন্ন ফসল নিয়ে যাওয়ার এই পোল ও পথ দিয়ে। যাওয়া আসা করতে গিয়ে বেশ কয়েকজন অল্প বিস্তর দূর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজন নির্ভর করে কাঠের পোলের উপর। সকল প্রকার জনপ্রতিনিধি ও সেচ বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করেন উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা ও শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী সুপ্রিয় ঘোষ বাবু আমাদের প্রতিনিধির মাধ্যমে। সংস্কার করা সহ পাকা কংক্রিটের পোলের দাবি করেন এলাকার বিলাস,রাসু মানিক,দলুই ,স্বপন ধাড়া,বলাই মালিক প্রমুখ। এলাকায় গিয়ে দেখা গেছে আমজনতা র মনে চাপা ক্ষোভ রয়েছে। অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক।মধ্য জয়পুর, কলশডিহি, মহাকালী দহ, জয়পুর উত্তর বেড়িবাঁধ সহ আরো বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct