চন্দনা বন্দ্যোপাধ্যায়, সোনারপুর, আপনজন: নিজের বাবা ও মাকে মারধোর করার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে। অত্যাচারের জেরে মঙ্গলবার রাত থেকে বাড়ি ছাড়া দম্পতি। আর এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও মারধর করা হয় বলে অভিযোগ। একাধিকবার বিষয়টি থানাতেও জানানো হয়েছে বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভানু নস্কর (৮৭)। তাঁর স্ত্রী কনক নস্কর (৭৯)। বুড়ি বটতলা এলাকায় তারা নিজের বাড়িতেই থাকেন। পেশায় ব্যবসায়ী ছিলেন ভানু নস্কর। তার একটি দোকানও ছিল। কিন্তু বয়সের ভারে তিনি আর এখন ব্যবসা করতে পারেন না। তার ছয় মেয়ে ও তিন ছেলে। বর্তমানে পাঁচ মেয়ে জীবিত আছে। তাঁরা সকলেই বিবাহিত। তিন ছেলেই বিবাহিত। তবে বড় ও মেজ ছেলে তারা পরিবার নিয়ে অন্যত্র থাকে। ছোট ছেলে সন্তু নস্করের বিরুদ্ধে তাদেরকে মারধোর করার অভিযোগ। সন্তু নস্কর পেশায় মাছ ব্যবসায়ী। এর আগেও তার বিরুদ্ধে সোনারপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গিয়ে বিষয়টি মিটিয়েও দেয়। আক্রান্ত দম্পতির অভিযোগ ফের তাদের মারধর করা হয় মঙ্গলবার রাতে। শুধু তাই নয়, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। এরফলে আতঙ্কে রয়েছেন তারা।ঘটনায় ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct