আসিফা লস্কর, জয়নগর, আপনজন: স্কুল রয়েছে কিন্তু স্কুলে দেখা মেলে না পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার। শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে ক্রমাগত কমছে স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা। স্কুলের বর্তমানে রয়েছে খাতায় কলমে ৪০ জন ছাত্র-ছাত্রী কিন্তু স্কুলে রয়েছে মাত্র দুজন শিক্ষিকা। দুজন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা স্কুলে আসে অনিয়মিত। স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। বাধ্য হয়েই অভিভাবক অভিভাবকী কার া নিজেদের বাচ্চাদের অন্যত্র ভর্তি করাচ্ছে। ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম থাকার কারণে অনিয়মিত হয় মিড ডে মিল রান্না। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা অন্তর্গত হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নন্দকুমারপুর গ্রামে নন্দকুমারপুর এসএসকে প্রাইমারি স্কুলের এমনই চিত্র। স্কুলে রয়েছে চারটি শ্রেণিকক্ষ কিন্তু চারটি শ্রেণিকক্ষ থাকার পরেও একটি মাত্র ক্লাসরুমে চলে লেখাপড়া। মিড ডে মিল রান্না প্রায় হয় না বললেই চলে কোন সময় ছাত্র-ছাত্রীদের জোটে বিস্কুট কোন সময় আবার জোটে মিড ডে মিল। রাজ্যে যেখানে মিড ডে মিল চালানোর জন্য অর্থ বরাদ্দ করা হয় প্রতি শিক্ষাবর্ষে সেই জায়গায় দাঁড়িয়ে এই চিত্র ভাবিয়ে তুলছে এলাকাবাসীদের। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শোভা কর্মকার বলেন, স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা অনেকটাই কম। আমার শারীরিক সমস্যার কারণে আমি নিয়মিত স্কুলে আসতে পারি না। শিক্ষিকার সংখ্যা দুজন আমি এবং অপর একজন শিক্ষিকা রয়েছে। আমি নিয়মিত স্কুলে আসতে পারি না সে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন এসে নিয়ে যায়। রাস্তার পাশে স্কুল থাকার কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকার এসে স্কুল থেকে নিয়ে চলে যায় তাদেরকে। অপহরণের ভয়ে অনেকে স্কুলে আসে না। এই বিষয়ে মিড ডে মিলের কর্মী নীলিমা মন্ডল জানান রাস্তা থেকে বাচ্চাদের অপহরণ হয়ে যাওয়ার ভয়ে অনেকে তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম থাকার কারণে প্রায় সময় মিড ডে মিল রান্না হয় না। যে কজন ছাত্র-ছাত্রীরা স্কুলে আসে তাদেরকে বিস্কুট দেওয়া হয়। অনেক সময় মিড ডে মিল রান্না করা হয় কিন্তু ছাত্র-ছাত্রী আসে না। এ বিষয়ে সুজাউদ্দিন শেখ হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান, এই বিষয় এলাকাবাসীরা এর আগে পঞ্চায়েতে কোন লিখিত আকারে অভিযোগ দেয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct