আপনজন ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র জঙ্গিদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এরই মধ্যে ১০৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর হাতে ১৬ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি। জিও নিউজের খবরে বলা হয়, ব্যালুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে উদ্ধার হওয়া ১০৪ জিম্মির মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এ ছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ ছাড়া অভিযানে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর, সন্ত্রাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা লোকোমোটিভে গুলি চালিয়েছিল, যার ফলে চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্গম, পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটি তারা দখলে নেয়।
ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটির ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।
জানা গেছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।
এ ছাড়া এলাকার কঠিন ভূ-প্রকৃতি অভিযানকে আরো জটিল করে তুলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct